নিজস্ব প্রতিনিধি, সিএসকন্ঠ:
সরকারি প্রাথমিক বৃত্তিপরিক্ষায় ৫০ টি বেসরকারি কিন্ডারগার্ডেন ও প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্ডেনএন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের নির্দেশনায় চার শতাধিক শিক্ষক ও অভিভাবকগণ অংশ নেন।
উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: রকিবুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা মো: জালাল উদ্দিন, সহ সভাপতি আকলিমা আক্তার, সাধারণ সম্পাদক মো: ইসাহাক মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ও ১৭ জুলাই প্রকাশিত পরিপত্র অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। এতে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তবে, শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর মানষিক চাপ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এ কারণে, বৈষম্যমূলক পরিপপত্রটি বাতিলের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও দাবি করেন- জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই। প্রাথমিক বৃত্তি পরিক্ষায় বৈষম্য নয়। মেধার মূল্যায়ন চাই। সরকারের এ সিদ্ধান্তে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে। এতে, শিক্ষার্থীরা সরকারি বৃত্তিপ্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হবে।
পরে বক্তারা, সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তাদের দাবি-দাওয়া পূরনের বিবেচনায় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি উপজেলা ইউএনও’র কাছে জমা দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান- শিক্ষকদের পক্ষ থেকে একটি স্বারকলিপি পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।